নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে কাঁচাবাজার বসিয়ে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।
ক্রেতাদের ভীড় এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বাজার বসানো হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
শনিবার (১১এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের ফেসবুক টাইমলাইনে প্রদত্ত পোস্টে বলা হয়েছে ‘উপজেলা সদরের কাঁচাবাজারটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার বসানো হয়েছে।’
এতে ক্রেতাদের ভীড় যেমন কমবে, তেমনি সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতারা কাঁচা তরি-তরকারী সহজ ভাবে বিকিকিনি করতে পারবেন।
বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ১০ফুট পর পর বসেছেন দোকানী।
এর আগে গতকাল শুক্রবার হাটহাজারীতে খেলার মাঠে কাঁচা বাজার বসিয়ে ব্যতিক্রম এ উদ্যােগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।