নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালীতে সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মোজাম্মেল হক চৌধুরীর তৎপরতায় বেদখল হওয়ার হাত থেকে রক্ষা পেল প্রায় অর্ধ কোটি টাকার সরকারি সম্পত্তি।

সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার সারোয়াতলী খিতাপচর এলাকায় ১নং খাস খতিয়ানভুক্ত ২৪ শতক সরকারি জমিতে মাটি ভরাট করে দখলের চেষ্টা চালায় স্থানীয় নাজিম উদ্দিন(৪০) নামের এক ব্যক্তি।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী তাতে বাধা প্রদান করেন এবং সরকারি ওই জায়গার সীমানা চিহ্নিত করে লাল পতাকা উড়িয়ে দেন।

সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করার অপচেষ্ঠা চালানোয় স্থানীয় আবু সিদ্দিকের ছেলে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারি জমিতে মাটি ভরাট করে অবৈধভাবে দখল করার চেষ্ঠার খবর পেয়ে তাতে বাধা প্রদান করা হয়েছে। ২৪ শতক পরিমাণের এই জায়গার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here