নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন আয়োজক কমিটি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা হল রুম অপরাজিতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং করেন এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির মহাসচিব এস.এম. শহীদুল ইসলাম, যুগ্ম মহাসচিব জহুরুল ইসলাম জহুর, আলী আকবর, হারুনুর রশিদ বাবলু, মিডিয়া উপ কমিটির চেয়ারম্যান চৌধুরী লোকমান ও সদস্য সচিব সেকান্দর আলম বাবর।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির মহাসচিব এস. এম. শহীদুল ইসলাম।

বক্তব্যে জানানো হয়, আগামী ২৩ জানুয়ারী বেলা আড়াইটার সময় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম-৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে পশ্চিম গোমদণ্ডী বনাম চরণদ্বীপ।

এতে আরো বলা হয়, এ টুর্নামেন্টে উপজেলার ১২টি দল ৪টি গ্রুপে অংশ নিয়েছে। উপজেলার তিনটি মাঠে পর্যায়ক্রমে লীগ পর্যায়ের খেলা, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এসময় প্রতিটি খেলা পরিচ্ছন্ন ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি।

এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here