নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরায় এক রাতে দোকান ও বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ২ লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শাকপুরা মিলিটারীপুল এলাকার সজীব স্টোর ও জয়া বড়ুয়া বসত ঘরে চোরের দল হানা দেয়। এতে ২ লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরের দল।

সজীব স্টোরের মালিক জানান, ছাদের সিলিং কেটে চোরেরদল দোকানে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ টাকা, মূল্যবান মালামাল নিয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী লালচাঁদ বাড়ীর শিল্পী জয়া বড়ুুয়ার পাকা ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে দরজা ভেঙ্গে চোরের দল প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

স্থানীয় শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মান্নান মোনাফ বিষয়টি নিশ্চিত করে বলেন ইদানিং এলাকায় চোরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here