নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে এক রাতে তিন বাড়ীর গোয়ালঘর থেকে ৪টি গাভী, ৩টি বাছুর, ২টি ষাঁড় ও ১টি ছাগল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।
রবিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
সারোয়াতলীর ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন জানান, রবিবার দিবাগত রাতে কোনো এক সময় সারোয়াতলীর খন্দকার পাড়ার ইসমাইল মিয়াজীর উন্নত জাতের ২টি গাভী ও ২টি বাছুর গোয়াল ঘর থেকে নিয়ে গেছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য ৩লাখ ৫০হাজার টাকা হবে। একই সময়ে একই এলাকার মাওলানা আবদুল হালিম শাহ বাড়ীর মাওলানা জামাল উদ্দিন হোসাইনের ১টি গাভী, ১টি বাছুর ও ১টি ছাগল নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১লাখ ৫০ হাজার টাকা হবে। এছাড়া একই ইউনিয়নের বেঙ্গুরা মোনাফ চৌধুরী বাড়ীর নুরুল আলমের ১টি গাভী ও ২টি ষাঁড় নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ২লাখ ৫০ হাজার টাকা হবে।
তিনি বলেন, ‘সংঘবদ্ধ চোরের দল এসব গরু-ছাগল গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চুরি করেছে। তারা এ ঘটনায় গাড়ী ব্যবহার করেছে বলে ধারণা করছি।’
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘এ ঘটনা জানার পর থেকে পুলিশ গরু-ছাগল উদ্ধারে মাঠে কাজ চলছে। রবিবার দিবাগত রাতে প্রচুর কুয়াশা ছিলো। যার কারণে সংঘবদ্ধ চোরের দল এ সুযোগকে কাজে লাগিয়েছে। যদিও পুলিশ টহলে ছিলো।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here