নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীর কর্ণফুলী নদীর তীরে পড়ে থাকা এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২২ জুলাই সোমবার দুপুরে বোয়ালখালী থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় উপুর হয়ে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে গেছে। নদীর স্রোতে এ লাশ ভেসে এসেছে বলে ধারণা এলাকাবাসীর।
ঘটনাস্থল থেকে থানার উপ-পরিদর্শক তাজ উদ্দিন বলেন, লাশের গায়ে গেঞ্জি ও পরনে হাফ প্যান্ট। এছাড়া কোমরে কালো রঙের বেল্টের সাথে একটি লাল রঙের ছোট ব্যাগ রয়েছে। ব্যাগে ১হাজার ১শত ৬০টাকা ও ঠিকানা এবং মোবাইল নাম্বার লেখা সম্বলিত অস্পস্ট কাগজ পাওয়া গেছে। বয়স আনুমানিক ৩৫-৪০হবে। লাশ মর্গে পাঠানোর পক্রিয়া চলছে বলে জানান তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, অজ্ঞাত লাশ পড়ে রয়েছে খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে বিস্তারিত ঘটনা বেরিয়ে আসবে।