নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে এবারের এইচএসসি পরীক্ষার পাসের হার ৬২ দশমিক ২০। উপজেলার চারটি কলেজের ২হাজার ৩শত ৮৯ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নেন। এর মধ্যে পাস করেছে ১হাজার ৪শত ৮৬জন।
১৭ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত এইচএসসির ফলাফলে জানা যায়, স্যার আশুতোষ সরকারি কলেজের ১হাজার ৩শত ৭২ পরীক্ষার্থী অংশ নেয় এইচএসসিতে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১হাজার ২৪জন। জিপিএ-৫ পেয়েছে ৭জন। পাসের হার ৭৪ দশমিক ৬৪।
কধুরখীল জলিল আম্বিয়া কলেজের ৬৫জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৪জন। পাসের হার ৫২দশমিক ৬১। বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ৬শত ৩০জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৯৭ জন। পাসের হার ৪৭দশমিক ১৪। হাজী মো. নুরুল হক ডিগ্রি কলেজের ৩২২ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৩১ জন। পাসের হার ৪০ দশমিক ৬৮।