নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের ২য় পর্যায়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার শাকপুরা প্রবর্ত্তক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা তথ্য সেবা সহকারি ফারিকা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন।

তথ্য সেবা সহকারি সালেহা আকতার তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here