বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী(সা.)’র স্বাগত জানিয়ে ইসলামী ফ্রন্টের র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা পোপাদিয়া পূর্ব ও পশ্চিম পরিষদের উদ্যোগে এ র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোপাদিয়া ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।
এতে ইসলামী ফ্রন্ট পোপাদিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সৈয়দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোদাচ্ছের। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এস কে এম জাহাঙ্গীর আলম।
আরিফুর ইসলাম ইমন ও ওয়াজেদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা রেজাউল করিম সেলিম, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মহসিন শরিফ, মাওলানা দেলোয়ার হোসেন আনিছ, মোহাম্মদ শাহাব উদ্দিন, মোহাম্মদ রোকন, মামুন মেম্বার, এস এম মিজানুর রহমান, শামসুল হক বাবলু, মোবারক হোসেন, হাফেজ আব্দুল আজিজ।
এতে আরো উপস্থিত ছিলেন নুরু, মুসলিম, মনজুর, সায়েম, জাবের, মোরশেদ, দিদার, জাবের মাহমুদ, রিফাত, রিমন, জাহেদ, মামুন প্রমুখ।