নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় ৩বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ অগাস্ট) ভোর ৩টার দিকে পূর্ব কালুরঘাট মুন্দার আউলিয়া হোটেলের সামনে ইয়াবা বিক্রির সময় পৌরসভার চরখিদিরপুর জলিল মাঝি বাড়ীর মনিরুলের ছেলে মো. হাছান (২৪) ও একই এলাকার প্রীতিময় বড়ুয়ার ছেলে জয় বড়ুয়াকে (২৩) আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ১৩পিস ইয়াবা পাওয়া যায় বলে জানান থানার উপ-পরিদর্শক আবু কাউসার।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আকুবদন্ডী মিনা গাজীর বাড়ী এলাকায় ইয়াবা বিক্রির সময় ১৫ পিস ইয়াবাসহ দক্ষিণ কধুরখীল গ্রামের আলো মজুমদারের ছেলে রুবেল মজুমদারকে (২৮) গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান সরকার।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here