আবো প্রতিবেদন : বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা শাখার যৌথ ব্যবস্থাপনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বোয়ালখালীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গত ১৫ এপ্রিল (শুক্রবার) ইসলামী ফ্রন্ট বোয়ালখালী সভাপতি স.ম এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনছুর দৌলতি। প্রধান বক্তা ছিলেন জেলার যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনার জেলার সাধারন সম্পাদক ছাত্রনেতা নুরুদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনা পালনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্টের কাজী ওবাইদুল হক হক্কানী, এম জসিম উদ্দীন, এসএম ফখরুদ্দীন, জসিম উদ্দীন তৈয়বী, অধ্যাপক সালাউদ্দীন, এসএম মমতাজুল ইসলাম চৌধুরী, রফিক সওদাগর, সাইফুদ্দীন চৌধুরী, এডভোকেট শফিউল আলম খোকন, শেখ সালাউদ্দীন, স.ম আমানত উল্লাহ শেফু, শওকত হোসেন ফারুকী, কেএম শামসুল আলম, যুবনেতা আবদুল্লাহ আল মামুন, এম এ মোমেন, এসকে জাহাঙ্গীর আলম, মাওলানা রোকন উদ্দীন, সোহরাব হোসেন, এনাম উদ্দীন, মো. তৌহিদুল ইসলাম, জসিম উদ্দীন, তাজুল ইসলাম, ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম ইমন, সাজ্জাদ হোসেন রানা, গিয়াসউদ্দিন প্রমুখ।