আবো প্রতিবেদন : পবিত্র মাহে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার ও ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

গত ২৫ ফেব্রুয়ারী বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসেন তালুকদারের সঞ্চালনায় বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি স.ম এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সভা সংগঠনের কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায়  বক্তব্য রাখেন,  সৈয়দ মুহাম্মদ ফখরুদ্দীন,  এসএম মমতাজুল ইসলাম,  রফিকুল ইসলাম সিকদার,  স. ম আমানত উল্লাহ সেফু, মুহাম্মদ সালাহ উদ্দিন,  মুহাম্মদ শওকত হোসেন ফারুকী,  কাজী মিজানুল কাদের, কাজী মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ জমির হোসেন,  মুহাম্মদ আলী আকবর প্রমুখ।

বক্তারা আরো বলেন, মাছ-তরকারিতে স্বস্তি থাকলেও চালসহ নিত্যপ্রয়োজনীয় অনেক দ্রব্যের মূল্য এখন চড়া। মাস খানেকের মধ্যেই শুরু হবে মুসলমান ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান। এই রমজানে যাতে  দ্রব্যেমূল্যর দাম নিয়ন্ত্রণে রাখা যায় এখনি পদক্ষেপ নিতে হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here