গত ২৫ ফেব্রুয়ারী বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসেন তালুকদারের সঞ্চালনায় বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি স.ম এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সভা সংগঠনের কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন, সৈয়দ মুহাম্মদ ফখরুদ্দীন, এসএম মমতাজুল ইসলাম, রফিকুল ইসলাম সিকদার, স. ম আমানত উল্লাহ সেফু, মুহাম্মদ সালাহ উদ্দিন, মুহাম্মদ শওকত হোসেন ফারুকী, কাজী মিজানুল কাদের, কাজী মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ জমির হোসেন, মুহাম্মদ আলী আকবর প্রমুখ।
বক্তারা আরো বলেন, মাছ-তরকারিতে স্বস্তি থাকলেও চালসহ নিত্যপ্রয়োজনীয় অনেক দ্রব্যের মূল্য এখন চড়া। মাস খানেকের মধ্যেই শুরু হবে মুসলমান ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান। এই রমজানে যাতে দ্রব্যেমূল্যর দাম নিয়ন্ত্রণে রাখা যায় এখনি পদক্ষেপ নিতে হবে।