নিজস্ব প্রতিবেদক: আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ বোয়ালখালী শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বোয়ালখালী উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনে অধ্যক্ষ শোয়াইব রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কেন্দ্রীয় মহাসচিব পীরে ত্বরিকত সৈয়দ মছিহুদ্দোলা (ম.)।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মহানবী (স.) শানে কটুক্তি করছে একশ্রেণির ইসলাম বিদ্বেষীরা। অথচ মদিনা সনদে মহানবী (দ.) একটি রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষের শান্তিপূর্ণ বসবাসের জন্য যে ঐতিহাসিক লিখিত সনদ রেখে গেছেন, তা বিশ্ববাসীর জন্য এক নির্ভেজাল অর্থবহ একমাত্র সনদ।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। লক্ষকোটি মানুষের প্রাণের দাবী জাতীয় সংসদের আগামী অধিবেশনে মহানবী (দ.)’র শানে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন পাশ করতে হবে।

সভাপতি অধ্যক্ষ আবদুর রহীম আলকাদেরী ও সাধারণ সম্পাদক কাজী ওবাইদুল হক হক্কানী

সংগঠক আকতার হোসেন তালুকদার ও আবদুন নবী আলকাদেরীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুর রহীম আলকাদেরী (ম.), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবায়দুল হক হক্কানী, আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী, অধ্যক্ষ সাজেদুল্লাহ আজিজি, অধ্যাপক আবুল মনসুর, দৌলতী হাফেজ আহমদ আলকাদেরী, মাওলানা আবদুল গফুর, উপাধ্যক্ষ ইউনুচ মিয়া, অধ্যক্ষ মোজাম্মেল হক কুতুবী, ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, মাওলানা আজিজুল হক রেজভী, মাওলানা ইলিয়াছ নক্শবন্দী, মাওলানা মাহফুজুল হক, আহমদুল হক মাইজভাণ্ডারী, অধ্যক্ষ জাহেদুল হক তালুকদার, উপাধ্যক্ষ আবদুল মান্নান, উপাধ্যক্ষ জালাল উদ্দীন ফারুকী, এম জসিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, কাজী আ.ন.ম ইয়াছিন, জসিম উদ্দীন তৈয়বী, , প্রবাসী শাহজাহান, একরাম হোসেন, মাওলানা নাছের জিলানী, ইব্রাহিম সওদাগর, নুরুল ইসলাম রহিমী, মাওলানা মহিউদ্দীন আলকাদেরী, আমানত উল্লাহ, মোজাম্মেল হক মারুফ, গোলাম মোস্তাফা, এস কে জাহাঙ্গীর, প্রফেসর সালাউদ্দীন, মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী, আবদুল্লাহ আল মামুন, এমএ মোমেন, হাফেজ সাইফুদ্দীন,আবদুল খালেক, আবদুল মোতালেব সেলিম মাইজভাণ্ডারী, শাহ আলম, মো. ইসহাক, মো. নাছের, কাজী মিজানুল কাদের প্রমুখ ।

ত্রি-বার্ষিক সম্মেলনে আলহাজ্ব অধ্যক্ষ আবদুর রহীম আলকাদেরীকে সভাপতি, কাজী ওবাইদুল হক হক্কানীকে সাধারণ সম্পাদক, আহমদুল হক মাইজভাণ্ডারীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জমা’আত বোয়ালখালী শাখার কমিটি গঠন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here