নিজস্ব প্রতিবেদক : চলতি আমন মৌসুমে ধানের ফলন নির্ণয়ের জন্য বোয়ালখালীতে আমনের নমুনা শস্য কর্তন করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার সারোয়াতলীর বেঙ্গুরা ব্লকে এ শস্য কর্তন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলতাফ হোসেন।
এর আগে তিনি বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০১৯-২০ অর্থবছরের স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় কৃষক-কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ সময় তিনি বলেন, দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ন হয়েছে। এখন নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার, সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উৎপাদন খরচ কমাতে যান্ত্রিক প্রযুক্তি ব্যবহারে উচ্চ মুল্যের ফসল উৎপাদনে কৃষকদের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুস সোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আতিক উল্লাহ্, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, দেবাশীষ বড়ুয়া রাজু, উপ সহকারি কৃষি কর্মকর্র্তা লক্ষণ কুমার কারণ, গোমদন্ডী একাদশ ক্লাবের সাধারণ সম্পাদক মো. এয়াছিন আলী ও কৃষক মো. আনোয়রুল আজীম।