বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসায় দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ এ আয়োজনে “সততা ষ্টোর” মদ্রাসা ভবনে ২য় তলায় উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

এ উপলক্ষে শপথ গ্রহণ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আছিয়া খাতুন।

অতিথি ছিলেন, হাটহাজারী দরবার শরীফ আল্লামা গাজী ইমাম শেরে বাংলা (র.) দরবারের মোতওয়াল্লী ও শাহজাদা আল্লামা শাহসুফী সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী, দুর্নীতি প্রতিরোধ কমিটি বোয়ালখালী উপজেলা সভাপতি শিক্ষানুরাগী মোহাম্মদ নুরুল আলম, সম্পাদক এস এম আফাজুর রহমান, সাংবাদিক কাজী এম এস এমরান কাদেরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সঞ্চিতা পালিত, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো.বেলাল হোসেন, শাহজাদা আল্লামা আবদুল করিম আলকাদেরী, মাদ্রাসা কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ সৈয়দ, আলহাজ্ব আবদুচ চোবহান কন্ট্রাক্টর, আলহাজ্ব জাফর আহমদ আলকাদেরী, উপজেলা গণশিক্ষা কর্মকর্তা মাওলানা মো. রিদুয়ানুল করীমসহ সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা আবদুর রহীম আলকাদেরী বলেন, সততা ষ্টোর শিক্ষার্থীদের মাঝে সততায় অভ্যস্ত করতে মানসিক বিকাশের সহায়ক হিসেবে কাজ করবে বলে আশা করছি।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, বর্তমান সময়ের শিক্ষার্থীরা হচ্ছে আগামীর কর্ণধার। সততা ও সুশিক্ষায় শিক্ষিত করে দুর্নীতিমুক্ত আগামীর প্রজম্ম গঠন করার ক্ষেত্রে সহায়ক হবে। তিনি ক্রমান্বয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর গঠনের উপর গুরুত্বারোপ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here