নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার উত্তর কড়লডেঙ্গার নয়া বাজার এলাকার হরিদাস মাতব্বরের বাড়িতে আগুনে পুড়ে গেছে দুই বসত ঘর।
গতকাল শুক্রবার (১৭ মে) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার রান্না ঘরের চুলা থেকেেএ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুল আবেদীন।
তিনি বলেন, এতে সাগর চৌধুরী ও আলো চৌধুরীর বসতঘর পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এবি/আরডি/ডিবি