নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরায় আগুনে পুড়ে গেছে ১৯টি বসতঘর। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব শাকপুরার সর্দারপাড়ায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৯টি বসতঘর পুড়ে গেছে। এর মধ্যে ১৪টি কাঁচা ও ৫টি সেমিপাকা ঘর। ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন কাঞ্চন সর্দার, বাবলা সর্দার, বাবু সর্দার, সুজন সর্দার, বাবুল সর্দার, সাবুল সর্দার, প্রদীপ সর্দার, দীলিপ সর্দার, টিংকু সর্দার, বাবুল সর্দার, পিকলু সর্দার, তপন সর্দার, লিটন সর্দার, মিটন সর্দার, ছোটন সর্দার, কৃষ্ণ সর্দার, অনিল সর্দার, স্বপন সর্দার ও উত্তম সর্দার।