নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারের জন্য অক্সিমিটারযুক্ত অক্সিজেন সিলিন্ডারসহ পূর্ণাঙ্গ ২টি বেড দিয়েছে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ।
সোমবার (২২জুন) বিকেল ৪টায় অক্সিজেন সিলিন্ডারসহ পূর্ণাঙ্গ বেড ২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্তনু দাশের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর করেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা আসাদ তালুকদার, আমুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল আল নোমান, পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক এস এম মাশফিকুর রহমান ফয়সাল, পূর্বাশার আলো বোয়ালখালীর সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সদস্য শহিদ, আতাউল, সান্টু প্রমুখ।
এর আগে করোনা আক্রান্তদের চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের উদ্যােগ নেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।