নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে এক ভদ্রমহিলা খাদ্য সহায়তা চেয়ে ফোন করেন ৩৩৩ নাম্বারে। অভুক্ত থাকার খবর পেয়ে খাদ্য সহায়তা নিয়ে ওই মহিলার কাছে পৌঁছে দেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, বোয়ালখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের এক ভদ্রমহিলা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ৩৩৩ নাম্বার এ ফোন করে সাহায্য চান।
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক অসহায় পরিবারটির কাছে খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়।
তিনি বলেন, এ দুঃসময়ে ঘরে থাকা ছাড়া উপায় নেই। আপনারা ঘরে থাকুন, সব ধরনের সহায়তা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।