নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে ৯দিনেও ফেরেনি মো. সাইফুল্লাহ জয় (১৭)। একমাত্র সন্তানের খোঁজ না পাওয়ায় জয়ের মা ও বাবা পাগলপ্রায়।

জয় উপজেলার সারোয়াতলী পূর্ব খিতাপচর গ্রামের আবদুল হক দারোগা বাড়ীর মো. লোকমানের ছেলে। আত্মীয় স্বজন ও সম্ভাব্য স্থানে ছেলের সন্ধান না পাওয়ায় গত ৮ জুলাই বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরী করেছেন মো. লোকমান।

তিনি জানান, জয় মামার বাড়ীতে থেকে একটি টেইলার্সে দর্জির কাজ করতো। গত ২ জুলাই সকাল ৭টায় সময় উপজেলার শাকপুরার মামার বাড়ী থেকে অভিমান করে বের হয়েছিল জয়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি সে।

জয়ের পিতা বলেন, জয় টেইলার্সে দেরীতে যাওয়ায় তার মামা তাকে বকঝকা করেছিলো। এ নিয়ে অভিমান করে জয়। কোনো হৃদয় ব্যক্তি জয়ের খোঁজ পেলে ০১৮১৭-৭০১৪৭৫ নাম্বারে জানানো জন্য অনুরোধ জানিয়েছেন জয়ের বাবা মো. লোকমান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here