নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করবে। অপরাধ নিয়ন্ত্রণে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পূজা মণ্ডপ প্রতিনিধিদের সাথে শারদীয়া উৎসব উপলক্ষে বোয়ালখালী থানা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ওসি বলেন, প্রতিটি পূজা মণ্ডপে আনসার, পুলিশ মোতায়েন থাকবে। একই সাথে ইউনিয়ন ভিত্তিক ভ্রাম্যমাণ পুলিশ টিম সার্বক্ষণিক টহল দেবে। যে কোনো ধরণের মোটর সাইকেলের মহড়া, মাতলামি, ইভটিজিং, ছিনতাই রোধে জিরো টলারেন্স থাকবে পুলিশ।

তিনি শারদীয়া দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, থানা প্রশাসন এলাকাবাসীর সাথে রয়েছে, যে কোনো সমস্যার কথা জানান, পুলিশ আপনাদের তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি সজল চৌধুরী, পূজা উদযাপন পরিষদ নেতা মিহির বিশ্বাস, অমিত লালা, অধীর দে, পূজা মণ্ডপ প্রতিনিধি কুমকুম দাশ, ডা. সুকুমার নাথ, রতন চৌধুরী, সুবল দাশ, কানু সেন ও রানু মজুমদার।

বোয়ালখালীতে এবার ৮৩টি সার্বজনীন মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর উপজেলার কড়লডেঙ্গার সন্ন্যাসী পাহাড় চূড়ায় মেধস মুনির আশ্রমে শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here