নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই কিশোরী বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনার ৯ মাস পর ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে সোমবার (৬ জুলাই) থানায় এজাহার দায়ের করলে রাত ২টায় তা মামলা হিসেবে থানায় রেকর্ড করা হয়।
দায়েরকৃত এজাহারে বলা হয়, গত বছরের ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে কিশোরীকে ঘরে রেখে বাবা-মা মন্দিরে পূজা দিতে যান। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে কিশোরীকে একা পেয়ে উপজেলা পোপাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁশি চন্দ্রের ছেলে মিন্টু চন্দ্র (২২) ঘরে ঢুকে জোর করে মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিষয়টি গোপন রাখার জন্য বলে।
পরবর্তীতে চলতি বছরের শুরুর দিকে শারীরিক অবস্থার পরিবর্তন হলে ঘটনাটি পরিবারকে খুলে বললে মিন্টুর পরিবারকে জানান ওই কিশোরীর পরিবার।
মিন্টুর পিতা বাঁশি চন্দ্র কিশোরীকে ছেলের বউ করার প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করতে থাকলে ঘটনাটি কিশোরীর পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এতে দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও ন্যায় বিচার না পাওয়ায় থানায় এজাহার দায়ের করেছেন কিশোরীর মা।
স্থানীয়রা জানান, ওই কিশোরীর পিতা রিকশা চালিয়ে ও মা অন্যের বাড়ীতে গৃহস্থালির কাজ করে সংসার চালান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন জানান, মেয়ে বাবা-মা এ বিষয়ে জানিয়েছিলেন। তবে তারা উভয়পক্ষ বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বললেও কিশোরীর পরিবারকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছিলাম।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরীকে জবানবন্দির গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
তবে স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার নামে এ ধরনের ঘটনায় দীর্ঘ সময়ক্ষেপণ দুঃখজনক বলে জানান ওসি।