নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালী পৌর সদরের মুন্সিপাড়ার নবীদুর রহমানের বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাছে ছুটে গেছেন চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ।
শুক্রবার (২৯ জানুয়ারি) তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে সেখানে যান। এসময় অগ্নি দুর্গত পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে চাউল প্রদান করেন। এছাড়া আপদকালীন সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করার জন্য পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েলকে নির্দেশ দেন।
এমপির সাথে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল, আওয়ামী লীগ নেতা আফতাব আলী, কুতুব উদ্দিন, জমির আহমদ, মো.মোরশেদ, সাইফু উদ্দিন, মোসলেম উদ্দিন, পৌর যুবলীগের সহ-সভাপতি সরোয়ার আলম ও দেলোয়ার হোসেন।