মো. তাজুল ইসলাম রাজু
উপ-মহাদেশের লোকায়ত দর্শন ও বাংলার জমিনে প্রতিষ্ঠিত একমাত্র ত্বরিকা “ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়া” -এর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ হযরত গাউসুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কাদ্দাসা সিররুহুল আজিজ এর অসংখ্য খলিফা উপ-মহাদেশে ছড়িয়ে আছেন। তৎমধ্যে আমাদের বোয়ালখালীতে আছেন সাতজন খলিফা। যা হযরত কেবলার পবিত্র জীবনী শরীফে মহান খলিফাগণের নামের তালিকায় এই সাত জনের নাম লিপিবদ্ধ আছে।
বোয়ালখালীতে এই মহান খলিফাগণের দরবার শরীফকে কেন্দ্র করে দীর্ঘ শত বছর ধরে ইসলামের সুমহান অসাম্প্রদায়িক চেতনায় মানব সমাজের খেদমতের আঞ্জাম দিয়ে আসছেন। সকল দরবারই প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থায় বিভিন্ন কর্মসুচি পালন করে মানুষের সুন্দর জীবন চরিত গঠনে ব্যাপক অবদান রেখে চলেছেন। আমাদের বিপুল সংখ্যক পাঠকের জন্য তার একটি স্থির চিত্র উপস্থাপন করা হল- সম্পাদক।
এবি/টিআর ২১-৬-২০১৯