অনলাইন ডেস্ক : ছয় ফাইনালসহ আটটি নকআউট ম্যাচেই হেরেছে বাংলাদেশ। একটা জয়ের মুখ দেখতে বাংলাদেশ দলের ক্রিকেটার মুখিয়ে আছেন। মুখিয়ে আছেন টাইগার ভক্তরা। ইংল্যান্ড বিশ্বকাপে একটা ফাইনাল জিতে যাওয়ার আত্মবিশ্বাসই হবে আলাদা। সেই ম্যাচে বাংলাদেশ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় টসে জয় এবং বোলিং মাশরাফিদের পক্ষেই গেছে।

বাংলাদেশ দল এ ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলছে। লিগ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন তিনি। তাকে তাই ঝুঁকি নিয়ে এ ম্যাচে খেলানো হচ্ছে না।

বাংলাদেশ দলে এ ম্যাচে বেশ কিছু পরিবর্তন এসেছে। সাকিব না থাকায় তার জায়গায় রাখা হয়েছে মোসাদ্দেক হোসেনকে। বাদ দেওয়া হয়েছে লিটন দাসকে। এছাড়া আগের ম্যাচে বিশ্রামে থাক মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুন ফিরেছেন এ ম্যাচে। পেস আক্রমণে রুবেল হোসেন, আবু জায়েদ নেই এ ম্যাচে।

মালাহাইডের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর ঘন্টা খানেকের মধ্যে বৃষ্টি নামলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর বৃষ্টি ফাইনাল ম্যাচের মজা পানসে করে দিতে পারে। তবে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা কম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আসলি নার্স, কেমার রোচ, রেমন্ড রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here