নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. একরামুল ছিদ্দিক।
সোমবার (২২ জুলাই) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিটি বিদ্যালয়ের জন্য ২টি ক্রিকেট ব্যাট, ১টি বল, ২ জোড়া ব্যাটিং প্যাড, ১ জোডা থাই প্যাড, ২ জোড়া ব্যাটিং গ্লাভস, ১ জোড়া উইকেটে কিপিং প্যাড, ৬টি স্ট্যাম্পট , ৪টি বেল, ব্যাটিং হ্যান্ড প্যাড, ৩টি গার্ড ও ২টি করে হেলমেট বিদ্যালয় প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এসময় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়, পশ্চিম কধুরখীল স্কুল অ্যান্ড কলেজ, কানুনগোপাড়া ড. বি. বি. উচ্চ বিদ্যালয়, গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়, জ্যৈষ্ঠপুরা রমনী মোহন, হাওলা উচ্চ বিদ্যালয় ও সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. একরামুল ছিদ্দিক জানান, ক্রিকেট বাংলাদেশে অধিক জনপ্রিয় একটি খেলা। এই খেলার মানোন্নয়নে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রিকেট খেলার সামগ্রী দেওয়া হয়েছে।