বোয়ালখালীতে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড’১৯ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী।

মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিতের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল ছিদ্দিক, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর বোয়ালখালী উপজেলার সহকারী প্রোগ্রামার আজিমুল ইসলাম।

মেলায় ৪টি কলেজ ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। বিকেলে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ সভায় অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পুরুস্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here