নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডীর ফুলতলে অভিযান চালিয়ে ৪টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত গোমদণ্ডী ফুলতলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

পূর্বকোণকে তিনি বলেন, সড়ক ও খালের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত ৪টি অস্থয়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের আগে অবৈধভাবে নির্মিত স্থায়ী ও অস্থায়ী স্থাপনাসমূহ সরিয়ে নিতে মাইকিং করা হয়েছিল। এরপরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ উচ্ছেদ কার্যক্রমে বোয়ালখালী থানা পুলিশ ও বোয়ালখালী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সহযোগিতা করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here