নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে ৫০ জন ব্যক্তিকে ১হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৫০ হাজার টাকা গত ১৯-২২ এপ্রিল পর্যন্ত নির্বাচিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে কর্মহীন, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এ অর্থ উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রদান করেছে।