বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন মো.জয়নাব আলী সাকু (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলার চরখিজিরপুর এলাকার বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাকু চরখিজিরপুরের ৯নং ওয়ার্ডের ননাইয়ার মা’র ঘাট এলাকার অছি মিয়া মাঝির বাড়ী আবু ছৈয়দের মেঝ ছেলে।

নিজের পিতার উপর চওড়া হয়ে উৎশৃংখল আচরণ ও মারধর করায় পরিবারের সদস্যরা সাকুকে পিটিয়ে দড়ি দিয়ে ঘরে বেঁধে রেখেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের  বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। সাকু একজন মানসিক ভারসাম্যহীন,  দিনমজুরি করে সংসার চালাতো। তিনি এক কন্যা সন্তানের জনক।

তিনি আরো বলেন, গত দুইদিন আগে তার পিতাকে মারধর করে আহত করেছিল সাকু। এনিয়ে পারিবারিকভাবে কলহের সৃষ্টি হয়। সাকু মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে।  সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হবে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here