আলোকিত ডেস্ক : বোয়ালখালীতে প্রতিবন্ধীদের বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
রবিবার (৪ আগস্ট) দুপুরে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জীবন চক্র ভিত্তিক পুর্নবাসন(প্রজীপ) প্রকল্পের আওতায় সহায়ক উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম ও মূখ্য আলোচক ছিলেন ড. আকবর হোসাইন। সাইডারের সমন্বয়কারী ইব্রাহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তাপস কান্তি মজুমদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন, সাংবাদিক রনজিত কুমার শীল, সিরাজুল ইসলাম, কাজী আয়েশা ফারজানা, হোসাইন মাহমুদ ও যুব উন্নয়নের ক্রেডিট সুপার ভাইজার শাহাব উদ্দিন।
প্রতিবন্ধীদের মাঝে ৭টি হুইলচেয়ার, ৪টি হেয়ারিং এইড, ৭টি সাদা ছড়ি বিতরণ করা হয়।