আবো প্রতিবেদন : বোয়ালখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সংগঠনের বোয়ালখালী শাখার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে মীরপাড়া কেন্দ্রীয় খানকা শরিফে অনুষ্ঠিত হয়।
কাজী এম এ জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলার সা. সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা কাজী ওবায়দুল হক হক্কানী, সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর সওদাগর।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম, মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, জয়নুল আবেদীন আলকাদেরী, এসএম মমতাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক আবুল মনচুর দৌলতী, আমিনুল ইসলাম, আলম খান চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, মাষ্টার আবদুল হামিদ, মোহাম্মদ আলী, শওকত ওসমান, আবু সালেহ মুহাম্মদ সাইফুল হক, জানে আলম, আহমদ কবির, হাফেজ নুরুল হক চিশতি, মুহম্মদ ইসমাঈল সিকদার, আতাউর রহমান, শাহজাহান হানিফ, সাইফুল ইসলাম চরণদ্বীপী, জহিরুল ইসলাম, বখতিয়ার, দিদারুল আলম, নাজিম উদ্দিন, ইদ্রিস সওদাগর, আবদুল মাবুদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। আনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন, তাই মুমিনেরা ইবাদতে আনন্দ লাভ করেন। মহানবী (সা.) বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি; একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। আল্লাহ তাআলার নির্দেশ- তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো।