অনলাইন ডেস্ক

সরকারি কোন অফিসে সেবা নিয়ে সন্তুষ্ট নয় জনগণ এমন অভিযোগ পেয়েছে জনপ্রশাসন সংস্কার বিভাগ।

বিশেষ করে পাসপোর্ট, ভূমি অফিসে অনিয়মের শেষ নেই। সরকার পরিবর্তনেও হয় নি অবস্থার পরিবর্তন। শুধু বদলেছে ঘুষ নেয়ার ধরন।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, এসিল্যান্ড ও ভূমি অফিস নিয়ে মানুষের অভিযোগ সবচেয়ে বেশি। ওখানে ঘুষ নেয়ার ধরন এত বৈজ্ঞানিক যে মানুষ অভিযোগ করতে পারছে না বরং দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, মানুষ পরিবর্তন চায়। আর পরিবর্তনের জন্যই এই সরকার এসেছে।

এসময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের একচ্ছত্র আধিপত্য কমানোর লক্ষ্যে কাজ করার কথা বলেন। এবং বিসিএস থেকে ‘ক্যাডার’ শব্দ বাদ দেয়ার কথা ও বলেন।

এ সময় ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান বলেন, সরকারি কর্মকর্তারা কোন রাজনৈতিক আলাপে যেতে পারবেন না।

জনপ্রশাসন সচিব জানান এর থেকে পরিত্রান পেতে ঢেলে সাজানো হবে জনপ্রশাসন বিভাগ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here