নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে হোম কোয়ারেন্টাইন যথাযথ অনুসরণ না করায় এক বিদেশফেরত প্রবাসীকে ১০হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
গত এক সপ্তাহ পূর্বে দুবাই থেকে আসা ওই প্রবাসী হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে পালন করছিলেন না এমন খবরে শুক্রবার (২০ মার্চ) বিকেলে তাঁর বাড়িতে পৌঁছে যান উপজেলা নির্বাহী অফিসার।
এর সত্যতা পাওয়ায় দুবাইফেরত প্রবাসীকে ১০হাজার জরিমানা ও স্বাস্থ্য বিভাগের নির্দেশিত হোম কোয়ারেন্টাইন যথাযথ অনুসরণ করার নির্দেশ প্রদান করেন তিনি।
এছাড়া রোগ সংক্রমণ ঠেকাতে সকলকে যার যার অবস্থান থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।