নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ভীমরুলের আক্রমণে আহত হয়েছেন নারী-শিশুসহ তিনজন।
গতকাল শনিবার সন্ধ্যায় শ্রীপুর ভাঁ ফকির মাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল ইফরান জানান, শনিবার সন্ধ্যায় ভীমরুলের আক্রমণের শিকার হয়ে উপজেলার খরণদ্বীপ এলাকার মাে.ইসমাইল (২৩), শ্রীপুর এলাকার বেলা ঘােষ (৫৫) ও মাে. সাঈদ (১১) নামের তিনজন হাসপাতালে আসেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।