নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভােটারের ছবি তোলার কাজ শুরু হয়েছে আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর। পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে ১৮ সেপ্টম্বর পর্যন্ত।

উপজেলা নির্বাচন অফিস জানায় তথ্য সংগ্রহকারীগণ ইতোমধ্যে বাড়ী-বাড়ী গিয়ে তথ্য ফরম পূরণ পূর্বক তা বিশেষ কমিটির কাছে জমা দিয়েছে।

কমিটি এসব ফরমে উল্লেখিত তথ্য যাচাই-বাছাই করে ভোটার উপযুক্ত প্রার্থীদের ছবি তোলার জন্য অনুমতি দিলে উপজেলা নির্বাচন অফিস বাছইকৃতদের ছবি তোলার জন্য নিন্মলিখিত ভেন্যু ও সময়সুচি নির্ধারণ করেছেন।

আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের (১-৯ ওয়ার্ড) ভোটারদের ছবি তোলা হচ্ছে আজ ৩ সেপ্টেম্বর স্হানীয় ইউপি কার্যালয়ে, আমুচিয়া ইউনিয়নে (১-৯ ওয়ার্ড) কানুনগোপাড়া অকিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল ৪সেপ্টেম্বর, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে (১-৯ওয়ার্ড) ইউপি কার্যলয়ে ৫ সেপ্টেম্বর, চরণদ্বীপ ইউনিয়নে (১-৯ওয়ার্ড) ইউপি কার্যালয়ে ৬ সেপ্টেম্বর, পোপাদিয়া ইউনিয়ন (১-৪ ওয়ার্ড) ৭ সেপ্টেম্বর, (৫-৯ ওয়ার্ড) ৮ সেপ্টেম্বর স্হানীয় ইউপি কার্যালয়ে, সারোয়াতলী ইউনিয়নে(১-৪ ওয়ার্ড) ৯ সেপ্টেম্বর, (৫-৯ ওয়ার্ড) ১০ সেপ্টেম্বর স্হানীয় ইউপি কার্যালয়ে, শাকপুরা ইউনিয়নে (১-৪ওয়ার্ড) ১১ সেপ্টম্বর, (৫-৯ ওয়ার্ড) ১২ সেপ্টেম্বর স্হানীয় ইউপি কার্যালয়ে, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন (৭-৯ ওয়ার্ড) লালমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৩ সেপ্টেম্বর, কধুরখীল ইউনিয়নে (১-৯ওয়ার্ড) ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে ১৪ সেপ্টেম্বর, পৌরসভা (১-৩ ওয়ার্ড) পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজে ১৫ সেপ্টম্বর, (৪-৬ওয়ার্ড) পূর্ব গোমদণ্ডী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬ সেপ্টম্বর, (৭-৯ ওয়ার্ড) পশ্চিম গোমদণ্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭ সেপ্টম্বর, সর্বশেষ ১৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে ছবি তোলা হবে উপজেলা ও পৌর এলাকার ইতিমধ্যে বাদ পড়া ভোটারদের।

উল্লেখিত সময়সুচি অনুযায়ী নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে ছবি তোলার কাজ সম্পন্ন করার জন্য উপজেলার তথ্য প্রদানকারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছন উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুরুল ইসলাম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here