অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
আজ রবিবার (২৬ মে) সকালে সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অপরাজনীতি না করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতার যেভাবে কথা বলছেন, এইগুলো বেগম খালেদা জিয়া জানতে পারেন। তার জীবন সঙ্কটাপন্ন। আমি জানি না তিনি জানতে পারছেন কি-না? তখন বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের প্রতি উষ্মা প্রকাশ করবেন।
আমাকে তোমরা কথার মাধ্যমে মেরে ফেলতেছো কেন? বিএনপি নেতাদের বলবো, এইভাবে তার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি না করার জন্য।