অনলাইন ডেক্স : বুধবার (০৫ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তবে ম্যাচটি পড়তে পারে বৃষ্টি বাধায়। ইংল্যান্ডের আবহাওয়া পূর্বাভাস তাই বলছে।
মঙ্গলবার (০৪ জুন) দুপুরে বেশ কিছুক্ষন বৃষ্টি হয় ওভালে। ফলে অনুশীলন করতে পারেনি নিউজিল্যান্ড দল। স্থানীয় সময় বিকেল ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) বাংলাদেশও অনুশীলনে নামতে পারেনি। তাই বৃষ্টির শঙ্কাটা বেড়ে গেছে আরও।
তবে বৃষ্টি হোক আর না হোক ওভালের এই ভেন্যু বাংলাদেশের জন্য সৌভাগ্যের। এই ভেন্যুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পায় লাল-সবুজের দল। তবে আবহাওয়ার পূর্বাভাষ চিন্তার কথাই শোনাচ্ছে। পূর্বাভাষে এমন আবহাওয়ায় বল স্বাভাবিকের চেয়ে বেশি ঘোরে। এছাড়া এ ম্যাচ যে পিচে হবার কথা, সে পিচে এবারের বিশ্বকাপে একটি ম্যাচও হয়নি। ঘাসে ভরে আছে পিচ। যা বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দল বেশ উজ্জীবিত। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে লাল-সবুজের দল।
এবি/সবুজ