এরই মধ্যে চলতি বিশ্বকাপে ৪টি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। একাধিক ম্যাচ পড়েছে সাময়িক বৃষ্টির বাধায়। সোমবারের (২৪ জুন) বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটিও পড়তে পারে বৃষ্টি বাধায়।
বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের সেই চেষ্টায় বৃষ্টি কতোটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না। কারণ ইংলিশ আবহাওয়া কখন কী রুপ নেয় তা বলা মুশকিল।
তবে সাউদাম্পটনের আবহাওয়া বৃষ্টির ভাস দিচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিন সেখানকার স্থানীয় সময় সকাল ১১ টা ও দুপুর ২টার দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাকি সময় আর বৃষ্টির সম্ভাবনা না থাকলেও প্রায় সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকে। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মাঠে গড়াবে এই ম্যাচটি।
বৃষ্টি বাঁধায় এরই মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ ভেস্তে গেছে বাংলাদেশের। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে।