নিজস্ব প্রতিবেদক   :

বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের দরপপাড়ার এক বাসিন্দা স্বপরিবারে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করেন।

গতকাল সোমবার সকালে ঢাকায় ওই পরিবারের এক বৃদ্ধের মৃত্যু হলে তাকে নিয়ে আসা হয় বোয়ালখালী পৌরসভার গ্রামের বাড়িতে।

রাতেই প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের তত্ত্বাবধানে ওই বৃদ্ধের মরদেহ গোসল, জানাজা এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো.মোজাম্মেল হক চৌধুরী জানান, জনৈক বৃদ্ধের বার্ধক্য ও দীর্ঘদিনের শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ওই বৃদ্ধের মরদেহ নিয়ে বোয়ালখালীতে দাফন করতে নিয়ে আসার খবরের এলাকায় ভয়ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় তাৎক্ষণিক এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে রাত সাড়ে ১১টার দিকে বৃদ্ধের মরদেহ সরাসরি কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, ওসি, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র, পুলিশ সদস্যবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকারের উপস্থিত থেকে ঢাকা থেকে আগত পরিবারের সদস্যদের মাধ্যমে ধর্মীয়রীতি অনুসারে মরদেহ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে রাত তিনটায় জানাজা ও দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। দাফন শেষে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঢাকা থেকে আগত ওই পরিবারের কোন সদস্য স্থানীয় কারো সংস্পর্শে আসেননি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here