গণিতের প্রাণ হল সূত্র। সূত্র ছাড়া গণিতের সমাধান করা সম্ভব নয়। তাই গণিত শিখার পূর্বে সূত্রাবলি মুখুস্ত করা একান্ত প্রয়োজন। যাদের যত বেশি সূত্রাবলি আয়ত্ত, তার তত বেশি গণিতের সমাধান করা খুব সহজ। আসুন শিক্ষার্থীগণ সকল সূত্রাবলি একসাথে দেখি ও মুখুস্ত করি।
বর্গ, ঘন, সূচক ও লগ এর সকল গাণিতিক সূত্রাবলিঃ