যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) তহবিল দেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) নভেল করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন। খবর বিবিসি।
এর আগে প্রেসিডেন্টের টাস্কফোর্স ধারণা করে বলেছিল, কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে দুই লাখ ৪০ হাজার প্রাণহানি হতে পারে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প ডব্লিউএইচওকে আক্রমণ করে বলেন, চীনের প্রতি অতিরিক্ত নজর দিতে গিয়ে, যুক্তরাষ্ট্রকে ভুল পরামর্শ দিয়েছে সংস্থাটি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্যাপক পরিমাণ তহবিল পাওয়ার পরও, ডব্লিউএইচও কোনো এক বিশেষ কারণে চীনের প্রতি দূর্বল।
ট্রাম্প বলেন, ডব্লিউএইচও যদি তাদের আচরণে পরিবর্তন না আনে তাহলে যুক্তরাষ্ট্র তাদের জন্য বরাদ্দকৃত সকল তহবিল বাতিল ঘোষণা করবে।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বের ২০৫ দেশ ও অঞ্চল এবং দুইটি প্রমোদতরীতে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট চার লাখ ৫৪০ জন আক্রান্ত হয়েছেন। এবং মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৭ জনের।