অনলাইন ডেস্ক : বাংলাদেশী পিয়ার পাশাপাশি ইংল্যান্ড এন্ড ওয়েলশে আরও দেখা মিলছে বেশ কয়েকজন সুন্দরীর। তাদের মধ্যে মায়ন্তী ল্যাঙ্গার, রিদিমা পাঠক, সানাজানা গ্যানেসান, ইলমা স্মিথ ও জয়নাব আব্বাস সবার নজর কেড়েছেন।

বর্তমানে ক্রিকেট এবং নারী ধারাভাষ্যকারের প্রসঙ্গে উঠলেই যার নামটি সবার প্রথমে সামনে আসে তিনি হলেন মায়ন্তী ল্যাঙ্গার। ভারতের ম্যাচ কিংবা বড় কোনো টুর্নামেন্ট মানেই টেলিভিশনের পর্দায় মায়ন্তীর উপস্থিতি। বিশ্বখ্যাত ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করতে দেখা যায় এই সুন্দরীকে।

ম্যাচের আগে এবং পরে মাঠ থেকে সরাসরি খেলা নিয়ে আলোচনা করেন তিনি। সেখানে তার সঙ্গে যুক্ত থাকেন সাবেক ক্রিকেটার ও নামকরা ক্রিকেটবোদ্ধারা। দ্বাদশ বিশ্বকাপেও এসব দায়িত্ব পালন করে ভক্ত-দর্শকের মন ভরাচ্ছেন এই ভারতীয় সুন্দরী।

আরও একটা পরিচয় দেয়া যায় মায়ন্তীর। তিনি ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী। ক্রিকেট নিয়ে তার আগ্রহ ও নেশা কৈশোর থেকেই। এক সময় ক্রীড়া সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতেন।

মায়ন্তীর মতোই এবারের বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন অভিনেত্রী থেকে ক্রিকেট অনুষ্ঠান উপস্থাপিকা হয়ে উঠা রিদিমা পাঠকও। কয়েকদিন আগেও দর্শকদের কাছে তিনি কেবল একজন অভিনেত্রীই ছিলেন। চলতি বিশ্বকাপ এই লাস্যময়ী মডেল ও অভিনেত্রীকে উপস্থাপিকা হিসেবে পরিচিত করে তুললো।

তবে বিশ্বকাপে এবার সবচেয়ে আলোচিত নারী পাকিস্তানি সুন্দরী জয়নাব আব্বাস। রূপ ও সৌন্দর্যে এরই মধ্যে তিনি ঝলক দেখিয়েছেন ক্রিকেটের বিশ্বমঞ্চে।

বেশ কয়েকজন নারী এবারের বিশ্বকাপে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে যুক্ত আছেন। তবে এদের মধ্যে কেবল ৩ জন রমণীর সঙ্গেই আইসিসির সঙ্গে চুক্তি রয়েছে। এই ৩ নারীর মধ্যে জয়নাব আব্বাস একজন। জনপ্রিয় এই ক্রীড়াবিষয়ক অনুষ্ঠান উপস্থাপিকার জন্ম ১৯৮৮ সালের ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে।

২০১৪ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন তিনি। এরপর ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। তবে মিষ্টি মেয়ে সানাজানা গ্যানেসান আলোচনায় আসেন আইপিএলে উপস্থাপনার মধ্য দিয়ে।

এবারের ক্রিকেট বিশ্বকাপেও তিনি অংশ নিচ্ছেন স্টার নেটওয়ার্কের হয়ে। শিক্ষা জীবনে ইঞ্জিনিয়ারিংয়ে গোল্ড মেডেল পাওয়া সানজানা বিশ্বকাপে বেশ ভালোই প্রশংসা পাচ্ছেন।

প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে আলোচনায় এসেছেন দক্ষিণ আফ্রিকার সুন্দরী ইলমা স্মিথও। ইলমার ক্যারিয়ারের শুরুটা একজন আরজে (রেডিও জকি) হিসেবে। এর আগে ২০১১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত রাগবি বিশ্বকাপেও সঞ্চালনার দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।

এ দিকে বাংলাদেশের সবাই আশায় বুক বেঁধে আছেন মাশরাফিরা এবার নতুন কিছু, বিশ্বকে চমকে দেয়া কিছু করে দেখাবেন।

তাই পয়েন্ট টেবিলের হিসেব রাখতে শুধু বাংলাদেশের ম্যাচ নয়, প্রতিটি ম্যাচেই চোখ রাখছেন সবাই। আর তাতে করে প্রতিদিনই চোখে পড়ে বেশ ক’জন সুন্দরী তারকাদের। যারা উপস্থাপিকা ও ধারাভাষ্যকার হিসেবে বিশ্বকাপ মাতিয়ে চলেছেন। বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমেও তাদের নিয়ে শোরগোল দেখা যাচ্ছে।

তাদের মধ্যে অন্যতম ২০০৭ সালের মিস বাংলাদেশখ্যাত পিয়া জান্নাতুল। আন্তর্জাতিকভাবে খ্যাত এই মডেল ক্রিকেট নিয়ে বেশ আগ্রহী। তাকে দেখা গেছে ক্রিকেট বিষয়ক নানা অনুষ্ঠান উপস্থাপনা করতে।

এবার তিনি বাংলাদেশ টেলিভিশন ও জিটিভির হয়ে সরাসরি অংশ নিচ্ছেন বিশ্বকাপের মাঠে। তার উপস্থাপনা বেশ উপভোগ করছেন দর্শক।

বিভিন্ন দেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে তার খুনসুটি, তারকা ক্রিকেটারদের সঙ্গে কথোপকথন, সাবেক খেলোয়ারদের সঙ্গে ম্যাচ বিশ্লেষণ প্রশংসা পাচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here