ক্রীড়া ডেস্ক :
কাতার বিশ্বকাপে সমর্থক ও সংশ্লিষ্টদের যাতায়াতের জন্য দীর্ঘ এক মাস ধরে বিপুলসংখ্যাক বাস ব্যবহৃত হয়েছে। এসব বাস এখন লেবাননকে উপহার হিসেবে দিয়ে দিচ্ছে ২২তম বিশ্বকাপের স্বাগতিকরা।

বিশ্বকাপ উপলক্ষে কাতারে অবকাঠামো উন্নয়নের জন্য বিশাল উদ্যোগ নেয়া হয়েছিল। উন্নত করা হয়েছিল দেশটির পরিবহন ব্যবস্থাও। যাতায়াতের জন্য তিন হাজারের বেশি বাস কিনেছিল তারা। বিশ্বকাপ শেষে এসব উন্নয়নশীল দেশগুলোকে উপহার হিসেবে দিয়ে দেবে মর্মে কথা দিয়েছিল কাতার। তারই ধারাবাহিকতায় লেবাননকে বাস উপহার দেয়ার কথা চলছে।

লেবাননের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংবাদমাধ্যম গালফ ইনসাইডার। তারা বলছে, কাতার থেকে বাস উপহার পাওয়ার জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

জানা গেছে, উন্নয়নশীল দেশগুলোকে কাতার শুধু বাসই উপহার দেবে না, সেই সঙ্গে ৯৭৪ স্টেডিয়াম ও স্টেডিয়ামের সিটও উপহার দেয়া হবে।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে ৯৭৪ স্টেডিয়াম বানানো হয়েছিল শুধু বিশ্বকাপের জন্য। বিশ্বেরই বাকি সব স্টেডিয়ামের সঙ্গে এটার কোনো মিল ছিল না। লুসাইল বা আল বায়েত স্টেডিয়ামের মতো ছিল না স্থাপত্যশিল্পের কারুকার্যের ঝলক। তবে এক জায়গায় অনন্য ছিল এ স্টেডিয়াম। বিশ্বের একমাত্র স্টেডিয়াম এটি, যা নির্মিত হয়েছিল কনটেইনার দিয়ে। ৯৭৪টি কনটেইনার একটির সঙ্গে একটি জোড়া দিয়ে তৈরি করা হয়েছিল এর অবয়ব। এটাও দিয়ে দেয়া হবে উন্নয়নশীল কোনো দেশকে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here