বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বিনামুল্যে করোনা পরীক্ষার নিবন্ধন, ত্রাণ,মাস্ক ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে কার্যক্রমের উদ্বোধনে মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ দিন দিন বাড়লেও সেই কাতারে পিছিয়ে আছে নিম্ন আয়ের মানুষ। দেশে এই শ্রেণির মানুষদের সংখ্যাই অনেক বেশি। তাই তাদেরকে টিকা কর্মসূচির আওতায় আনা না গেলে এর সুফল পাওয়া যাবেনা। মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে, যাতে বিভ্রান্ত না হয়ে সবাই টিকা নিয়ে নিরাপদে থাকতে পারেন।
পৌর আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে আলহাজ্ব এম,এ,হাশেম ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, শফিউল আলম শফি, ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস,এম সেলিম, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম,পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শেখ শহীদুল আলম, এম,এ হাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন তালুকদার,
( “আলহাজ্ব এম,এ হাশেম ফাউন্ডেশনের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সৈয়দ মেজবাহ উদ্দিন সবুজ,”) এবং উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাজ্জাদুল ইসলাম রনি, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাইদুল আলম,
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ মুহিন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নুরুল গনি শাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেবেকা সুলতানা মনি, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস,এম কাজেম,
ফাউন্ডেশনের পরিচালক আশরাফ উদ্দিন কাজল, নুরুল আজিম, মোঃ খালেদ চৌধুরী, সাইফুদ্দিন মোঃ বেলাল, মোঃ ইব্রাহীম, আবু সিদ্দিক তালুকদার, রহিম তানভীর, সাজ্জাদ হোসেন, মোঃ সোলায়মান, মোঃ পারভেছ, খোরশেদ আলম, মোঃ সেলিম , বেলাল হোসাইন, মাহমুদুল ইসলাম সাকিব, আবদুল আলী, প্রমূখ।