অনলাইন ডেস্ক : মর্নিং শো’জ দ্য ডে৷ অর্থাৎ সকালই বলে দেয় গোটা দিনটি কেমন কাটবে৷ ভোট গণনার শুরু থেকেই টিভির পর্দায় ফুটে ওঠে, একাধিক আসনে এগিয়ে বিজেপি৷ বেলা যত গড়াতে থাকে তত জলের মতো পরিস্কার হয়ে যায় ছবি৷ ৩০০’র অধিক আসনে জিতে ফের এনডিএ টু আসতে চলেছে ক্ষমতায়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ৩৪০টি আসনে এগিয়ে বিজেপি৷ ৯৩টি তে ইউপিএ৷ অন্যান্যরা ১১০টি আসনে এগিয়ে৷
গত লোকসভা নির্বাচনে যে ঝড় উঠেছিল, পাঁচ বছর পরও অটুট মোদী ঝড়৷ শুধু অটুট নয়৷ ঝড়ের গতিবেগ বেড়েছে৷ গতবার যেসব জায়গায় মোদী ঝড় পৌঁছতে পারেনি এবার সেই জায়গাগুলিতেও ঝড়ের দাপটে ধরাশায়ী বিরোধীরা৷ যার প্রকৃষ্ট উদাহরণ পশ্চিমবঙ্গ৷ এই লোকসভা ভোট অনেক পুরানো রেকর্ডও ভেঙে দিয়েছে৷ দ্বিতীয়বার অকংগ্রেসী কোনও দল হিসাবে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি৷
এই মধুর জয়ের পর দুপুরে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ লেখেন, আমরা একসঙ্গে বড় হই৷ একসঙ্গে সমৃদ্ধি হই৷ একসঙ্গে আমরা শক্তিশালী দেশ গড়ে তুলব৷ বিজয়ী ভারত৷ ট্যুইট করেন অমিত শাহ৷ লেখেন, এই জয় ভারতের জয়৷
অমিত শাহ এবার প্রথম লোকসভা ভোটের ময়দানে৷ গুরু আদবানির আসন গান্ধীনগর কেন্দ্র থেকে দাঁড়ান মোদীর সেনাপতি৷ সাড়ে পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে জিতে যান অমিত শাহ৷ অপরদিকে রেকর্ড মার্জিনে জয়ের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ইতিমধ্যে গতবারের জয়ের রেকর্ড ভেঙে এখনই প্রায় চার লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে মোদী৷