নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে মোটর সাইকেলের ধাক্কায় আহত হয়ে মো. হান্নান মিয়াজী (৩২) নামের পথচারীর মৃত্যু হয়েছে।
তিনি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আরাকান সড়কের নোয়া রাস্তার মাথা এলাকায় রাস্তাপার হওয়ার সময় পেছন দিক থেকে দ্রুত গতির একটি মোটর সাইকেল ধাক্কা দিলে আহত হন মো. হান্নান মিয়াজী।
তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতেই মারা যান বলে জানিয়েছেন ভাতিজা মীর আশরাফুল হক। নিহত মো. হান্নান মিয়াজী উপজেলার চরণদ্বীপ বড় মিয়াজীর বাড়ির মরহুম কবির আহমদের ছেলে।