অনলাইন ডেক্স: বােয়ালখালীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ১ জুলাই শুরু হবে । বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহের কাজ চলবে ২১ জুলাই পর্যন্ত।
১লা জানুয়ারি ২০০১ থেকে ২০০৪ সালের পূর্বে যাদের জন্ম তাদের তথ্য সংগ্রহ করা হবে এবার। এর মধ্যে ২০০১ ও ২০০২ সালের পূর্বে যাদের জন্ম, তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
বাকিদের শুধুমাত্র তথ্য সংগ্রহ করে রাখা হবে। পরবর্তীতে বয়স ১৮ বছর পূর্ণ হলে, তাদের নামে ভোটার তালিকায় যুক্ত করা হবে।
জুলাই-এ ভোটার হওয়ার জন্য যারা ফরম পূরণ করেছেন, ছবি তুলেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি। তাদের আর নতুন করে ভোটার হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে উপেজলা সার্ভার স্টেশন।
তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে নতুন ও বাদপড়া ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। এ সময় তথ্য সংগ্রহকারীকে মৃত ভোটারদের তথ্য দিতে হবে।