নিজস্ব প্রতিবেদক: বােয়ালখালী উপজেলার সৈয়দপুর এ নূর ব্লসম স্কুলের জেএসসি বিদায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ নূর ব্লসম স্কুল বোয়ালখালীতে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছে। শত প্রতিকুলতার মাঝে এ স্কুল ঈর্ষনীয় সাফল্য অর্জন করে যুগোপযোগী শিক্ষার বাতিঘরে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার(৩১ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবর। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু।

আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, স্কুল প্রতিষ্ঠাতার সহধর্মীনি সৈয়দা দিলারা কাশেম, শিক্ষক নেতা শ্যামল মজুমদার, ইউপি সদস্য নুরুল আবছার, শাহাদাত হোসেন, জানে আলম, ফরিদ উদ্দিন মেম্বার, নুরুল আলম, ফারুক মিয়া, ডা. মিন্টু দে, মো. সেলিম, মো. মিজান, কাজি রাশেদ, শিক্ষক মো. ফজলুল কবির, সুদীপ বড়ুয়া, সজল কুমার দাশ, ইমরান হোসেন, জাবেদ হোসেন টিপু, এস এম মহিউদ্দিন, নুরুল হুদা রেজভী, নাসরিন আকতার প্রমুখ।

এছাড়া ছিলো খতমে কোরআন ও হামদ-নাত প্রতিযোগীতা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here