বর্ষীয়ান রাজনীতিক সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের জানাজা শনিবার (৯ নভেম্বর) বাদ মাগরিব নগরের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বাদলের ভাই মনির উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকায় প্রথম জানাজা শেষে মঈন উদ্দিন খান বাদলের মরদেহ সড়কপথে চট্টগ্রামে আনা হচ্ছে। বাদ মাগরিব চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
মনির উদ্দিন খান জানান, নগরে জানাজা শেষে মরদেহ নিজ এলাকা বোয়ালখালী নিয়ে যাওয়া হবে। রাত ৮টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ময়দানে তৃতীয় জানাজা এবং রাত ৯টায় নিজ গ্রামে চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে তাকে।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ আসনের তিনবারের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল।
পরে শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।